Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭০৯

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭০৯


Bengali GK Guide


✪ 1. বেকিং পাউডার গঠিত হয় বেকিং সোডা ও কোন এসিডের সমন্বয়ে ? 
Ans : টারটারিক এসিডের সমন্বয়ে

✪ 2. সোডিয়াম ক্লোরাইডের তীব্র জলীয় দ্রবণ (30%) কে কি বলে ? 
Ans : ব্রাইন 

✪ 3. _____ হল এমন একটি তাপমাত্রা যেখানে সমস্ত ধাতু তার চৌম্বক ধর্ম হারায় ? 
Ans : কুড়ি বিন্দু 

✪ 4. লালা গ্রন্থির মাধ্যমে উৎপন্ন লালারস কি প্রকৃতির ? 
Ans : ক্ষারীয় প্রকৃতির

✪ 5. পাকস্থলীর এসিডিটি কে নিষ্ক্রিয় করতে কি ব্যবহার করা হয় ? 
Ans : এন্টাসিড

✪ 6. রবি এবং নীলা পাথর হল _______ এর অক্সাইড ? 
Ans : এলুমিনিয়ামের

✪ 7. কোন রাসায়নিক পদার্থের গন্ধ পঁচা ডিমের মত ? 
Ans : হাইড্রোজেন সালফাইড 

✪ 8. শুষ্ক KNO3 এর সাথে গাঢ় H2SO4 যুক্ত করা হলে বাদামি বর্ণের কোন গ্যাস উৎপন্ন হয় ? 
Ans : NO2

✪ 9. মুক্ত অক্সিজেন, ইথাইনের দহন এর মাধ্যমে কোন কার্য করা হয় ? 
Ans : ঝালাই 

✪ 10. কোন পদ্ধতির মাধ্যমে চিনি থেকে ইথাইল এলকোহল প্রস্তুত করা হয় ? 
Ans : ফার্মেন্টেশন





Leave a comment