Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬৯১
✿ 1. দশম জলপ্রপাত ভারতের কোথায় অবস্থিত ?
Ans : রাঁচি জেলা, ঝাড়খন্ড
✿ 2. কাকোলাট জলপ্রপাত ভারতের কোথায় অবস্থিত ?
Ans : নওদা জেলা, বিহার
✿ 3. ধুয়াধার জলপ্রপাত ভারতের কোথায় অবস্থিত ?
Ans : জব্বলপুর, মধ্যপ্রদেশ
✿ 4. এন্না জলপ্রপাত ভারতের কোথায় অবস্থিত ?
Ans : ওড়িশা
✿ 5. ওকহারেন জলপ্রপাত ভারতের কোথায় অবস্থিত ?
Ans : রোটাস মালভূমি, বিহার
✿ 6. গোকাক জলপ্রপাত ভারতের কোথায় অবস্থিত ?
Ans : কর্ণাটক
✿ 7. ছুনছুনাকাটে জলপ্রপাত ভারতের কোথায় অবস্থিত ?
Ans : মহীশুর জেলা, কর্ণাটক
✿ 8. কপিলধারা জলপ্রপাত ভারতের কোথায় অবস্থিত ?
Ans : মধ্যপ্রদেশ
✿ 9. জোনহা (গৌতমধারা) জলপ্রপাত ভারতের কোথায় অবস্থিত ?
Ans : ঝাড়খন্ড
✿ 10. কিলিয়ুর জলপ্রপাত ভারতের কোথায় অবস্থিত ?
Ans : তামিলনাড়ু