Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬৯৩

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬৯৩



✦ 1. উৎসের আকার বড় হলে শব্দের প্রাবল্যের কি পরিবর্তন হয় ? 
Ans : বৃদ্ধি পায় 

✦ 2. মাধ্যমের ঘনত্ব বাড়লে শব্দের প্রাবল্যের কি পরিবর্তন হয় ? 
Ans : বৃদ্ধি পায় 

✦ 3. মেঘের গুরুগুরু ধ্বনি শব্দের কোন বৈশিষ্ট্যের উদাহরণ ? 
Ans : শব্দের অনুরণন

✦ 4. ডপলার ক্রিয়া নির্ভর করে কোন প্রকৃতির গতির উপর ? 
Ans : আপেক্ষিক গতি

✦ 5. স্ট্যাটফ্যারাড – কোন রাশির CGS পদ্ধতিতে একক ? 
Ans : ধারকত্ব 

✦ 6. তড়িৎক্ষেত্রে বলরেখাগুলি ঘনসন্নিবিষ্ট হলে সেখানে তড়িৎপ্রাবল্যের কি পরিবর্তন হয় ? 
Ans : বৃদ্ধি পায় 

✦ 7. প্রকৃতিতে প্রাপ্ত _______ পাথর কে প্রাকৃতিক চুম্বক বলা হয় ? 
Ans : ম্যাগনেটাইট

✦ 8. পরিবাহীর যে ধর্মের জন্য তড়িৎপ্রবাহ চলতে বাধা পায় তাকে কি বলে ? 
Ans : পরিবাহীর রোধ

✦ 9. নিৰ্জল কোশের ঋণাত্মক তড়িতদ্দ্বার টি হল ? 
Ans : জিঙ্ক

✦ 10. লেড এসিড সঞ্চায়ক কোশের ঋণাত্মক তড়িতদ্দ্বার টি হল ? 
Ans : Pb









Leave a comment