Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬৯৭
■ 1. মহিলা হিসেবে রাজ্যসভার প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন ?
Ans : ভি এস রমাদেবী
■ 2. মহিলা হিসাবে লোকসভার প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন ?
Ans : স্নেহলতা শ্রীবাস্তব
■ 3. মিস ওয়ার্ল্ড সম্মান প্রাপক প্রথম ভারতীয় মহিলা হলেন ?
Ans : রিতা ফারিয়া
■ 4. দাদাসাহেব ফালকে প্রাপক প্রথম মহিলা অভিনেত্রী হলেন ?
Ans : দেবীকা রানি
■ 5. প্রথম মহিলা রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয় ?
Ans : সি ভি মুথাম্মা
■ 6. ভারতের প্রথম মহিলা ট্রেন চালক কে ছিলেন ?
Ans : সুরেখা যাদব
■ 7. প্রথম মহিলা অলিম্পিক পদক প্রাপক টি হলেন ?
Ans : কর্নম মালেশ্বরী
■ 8. জাতীয় মহিলা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন ?
Ans : জয়ন্তী পট্টনায়েক
■ 9. ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার টি হলেন ?
Ans : কিরণ বেদী
■ 10. ভারতের প্রথম মহিলা সাম্মানিক স্নাতক টি হলেন ?
Ans : কামিনী রায়