Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬৮১

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬৮১



❐ 1. পৃথিবীর প্রতি 15° ঘূর্ণনে কত ঘন্টার সময়ের তারতম্য দেখা যায় ? 
Ans : 1 ঘন্টা 

❐ 2. নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ প্রায় কত ? 
Ans : 1667 কিমি/ঘন্টা

❐ 3. কোন তারিখে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বেশি সময় নিয়ে দিন থাকে ? 
Ans : 22 শে ডিসেম্বর

❐ 4. পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠে অবস্থিত কোন স্থানে কৌণিক দুরত্ব কে কি বলে ? 
Ans : অক্ষাংশ 

❐ 5. কুমেরু বৃত্তের অক্ষাংশ টি কত ? 
Ans : 66.5° দক্ষিণ 

❐ 6. 1° অক্ষাংশের পার্থক্যে ভূপৃষ্ঠ দূরত্ব আনুমানিক কত ? 
Ans : 111 কিমি 

❐ 7. ভারতে কোন দ্রাঘিমারেখা কে প্রমান সময় হিসেবে ধরা হয় ? 
Ans : 82.5° পূর্ব

❐ 8. 1° কৌণিক দূরত্বে সময়ের পার্থক্য কত হয় ? 
Ans : 4 মিনিট 

❐ 9. পৃথিবীকে মোট কটি সময় অঞ্চলে ভাগ করা হয় ? 
Ans : 24 টি 

❐ 10. ভারতের প্রমান সময় দ্রাঘিমাটি GMT এর থেকে কত সময় এগিয়ে ? 
Ans : 5 ঘন্টা 30 মিনিট






Leave a comment