Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬৭১
◉ 1. দম দেওয়া ঘড়ি চলতে শুরু করলে স্থিতিশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?
Ans : গতিশক্তি
◉ 2. নিউক্লিয় বিভাজনে যে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয় তা কোন শক্তির রূপান্তর ?
Ans : পারমানবিক শক্তি
◉ 3. ম্যাগনেশিয়াম ফিতাকে বাতাসে পোড়ালে তীব্র আলো উৎপন্ন হয়, এতে কোন শক্তির রূপান্তর ঘটে ?
Ans : রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তি
◉ 4. প্রচন্ড বিস্ফোরণে কাচের জানলা ফেটে যায়, এটি কোন শক্তির রূপান্তর ?
Ans : শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তি
◉ 5. পোড়াচুনে জল দিলে তাপ উৎপন্ন হয় – এটি কোন শক্তির রূপান্তর ?
Ans : রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি
◉ 6. যে মাধ্যমের মধ্য দিয়ে আলো সবদিকে সমান বেগে চলে না তাকে কোন মাধ্যম বলে ?
Ans : সমসত্ত্ব মাধ্যম
◉ 7. যে মাধ্যমের মধ্য দিয়ে আলো সহজে চলাচল করতে পারে না তাকে কি বলে ?
Ans : অস্বচ্ছ মাধ্যম
◉ 8. সিনেমার পর্দায় কোন ধরনের প্রতিবিম্ব গড়ে ওঠে ?
Ans : সদবিম্ব
◉ 9. অবতল দর্পণে বস্তুর অবস্থান বক্রতাকেন্দ্র ও ফোকাসের মাঝে হলে প্রতিবিম্বের প্রকৃতি কি হবে ?
Ans : সদ, অবশীর্ষ ও বিবর্ধিত
◉ 10. উত্তল দর্পণে বস্তুর অবস্থান অসীম ও মেরুর মাঝে হলে প্রতিবিম্বের প্রকৃতি কি রূপ হবে ?
Ans : অসদ, সমশীর্ষ ও ছোটো