Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬৭৩

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬৭৩


Bengali GK Guide


★ 1. চোখে আলো প্রবেশ করে কোন অংশ দিয়ে ? 
Ans: কর্ণিয়া

★ 2. ব্লাড ক্যান্সার কেন হয় ? 
Ans: রক্তে শ্বেত কণিকার সংখ্যা বেড়ে গেলে

★ 3. ভিটামিন K ও B কোথায় সংশ্লেষিত হয় ? 
Ans: বৃহদন্তে

★ 4. কোন ভিটামিনের রাসায়নিক নাম ক্যালসিফেরল ? 
Ans: ভিটামিন D

★ 5. মানুষের আ্যাপেডিক্স কোথায় অবস্থান করে ? 
Ans: সিকামে

★ 6. থাইরয়েডের অবস্থান কোথায় ? 
Ans: গলায় ল্যারিংসের এর উপরে , দু পাশে

★ 7. নালী বিহীন গ্রন্থী গুলোর মধ্যে কোনটি প্রধানতম ? 
Ans: পিটুইটারি

★ 8. কোন হরমোনের প্রভাবে মেয়েদের অঙ্গসৌষ্ঠব বৃদ্ধি পায় ? 
Ans: ইস্ট্রোজেন

★ 9. রক্তে প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজ পাওয়া গেলে কোন রোগ বুঝা যায় ? 
Ans: ডায়াবেটিস

★ 10. ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ? 
Ans : অ্যালান অক্টোভিয়ান হিউম













Leave a comment