Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬৭৪
✪ 1. ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন ?
Ans : সরোজিনী নাইডু
✪ 2. ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী কে ছিলেন ?
Ans : সর্দার বল্লভভাই প্যাটেল
✪ 3. ভিথী ভগবতম নৃত্য কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য ?
Ans : অন্ধ্রপ্রদেশ
✪ 4. ‘Golden Girl’ বইটির লেখক কে ?
Ans : পি.টি.উষা
✪ 5. মধুমেহ দিবস কবে পালন করা হয় ?
Ans : 27 জুন
✪ 6. ভারতীয় বায়ুসেনার দ্বারা অপারেশন সংকটমোচন কবে করা হয় ?
Ans : 2016 সালে
✪ 7. ভারত-পাক তাশখন্দ চুক্তি কবে হয় ?
Ans : 1966 সালে
✪ 8. ভারতের আগ্রা কোন শিল্পের জন্য বিখ্যাত ?
Ans : কার্পেট শিল্প
✪ 9. কলিকাতা নাম পাল্টে কলকাতা কত সালে হয় ?
Ans : 2001 সালে
✪ 10. খারাষ্ঠী এবং ব্রামহী লেখার প্রচলন হয় কার রাজত্বকালে ?
Ans : অশোকের