Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬৭৬
❏ 1. চোখের কোন সমস্যা সমাধানে বাইফোকাল লেন্স ব্যবহার করা হয় ?
Ans : ক্ষীণ দৃষ্টি
❏ 2. চোখের কোন সমস্যা সমাধানে টোরিক লেন্স ব্যবহার করা হয় ?
Ans : বিষম দৃষ্টি
❏ 3. চোখের কোন সমস্যা সমাধানে উত্তল লেন্স ব্যবহার করা হয় ?
Ans : দীর্ঘ দৃষ্টি
❏ 4. চোখের কোন সমস্যা সমাধানে অবতল লেন্স ব্যবহার করা হয় ?
Ans : হ্রস্র দৃষ্টি
❏ 5. বিশুদ্ধ বর্ণের সংখ্যা কত গুলি ?
Ans : 7 টি
❏ 6. আলোকরশ্মির প্রাথমিক বর্ণ গুলি কি কি ?
Ans : লাল, নীল ও সবুজ
❏ 7. অবতল দর্পনের ক্ষেত্রে বস্তুর অবস্থান অসীমে হলে প্রতিবিম্বের প্রকৃতি হয় –
Ans : সৎ, অবশীর্ষ
❏ 8. সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে ডিম্বাকৃতি দেখানোর কারণ –
Ans : প্রতিসরণ
❏ 9. প্রতিবিম্ব সমশীর্ষকারী প্রিজমে রশ্মির চ্যুতির মান হল –
Ans : 0°
❏ 10. দূরবর্তী তারার ছবি তোলার জন্য যে রিফ্লেকটিং টেলিস্কোপ ব্যবহৃত হয় তাতে থাকে –
Ans : অবতল দর্পণ