Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬৭৯
➥ 1. নিষ্ক্রিয় মৌলের পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা হলো –
Ans : 8
➥ 2. তড়িৎ বিশ্লেষণে তড়িৎশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?
Ans : রাসায়নিক শক্তি
➥ 3. বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা কত গুলি ?
Ans : 14
➥ 4. স্পর্শ পদ্ধতির মাধ্যমে কোন এসিড প্রস্তুত করা হয় ?
Ans : সালফিউরিক এসিড
➥ 5. পর্যায় সারণীর কোন শ্রেণী কে সন্ধিগত মৌলের শ্রেণী বলা হয় ?
Ans : অষ্টম
➥ 6. মরিচাবিহীন ইস্পাত গঠনে কোন ধাতুদ্বয় ব্যবহৃত হয় ?
Ans : ক্রোমিয়াম ও স্টিল
➥ 7. সকল পরমাণুর মধ্যে উপস্থিত কোন কণাটি কে সর্বপ্রথম চিন্হিত করা হয় ?
Ans : ইলেকট্রন
➥ 8. পর্যায় সারণীর কোন পর্যায় টি অসম্পূর্ণ ?
Ans : সপ্তম
➥ 9. অস্টক সূত্রের আবিষ্কার কে করেন ?
Ans : নিউল্যান্ড
➥ 10. নিউক্লিয় বিভাজনের উৎপন্ন শক্তি কে কাজে লাগিয়ে উৎপন্ন করা হয় –
Ans : বিদ্যুৎ শক্তি