Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬৬৫
✦ 1. যতটা শক্তি আমাদের শরীরে যায় তার কত শতাংশ দেহ গঠনের কাজে লাগে ?
Ans : 10%
✦ 2. হেপাটাইটিস কি গঠিত রোগ ?
Ans : ভাইরাস
✦ 3. সিবাম কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয় ?
Ans : সিবেসিয়াস
✦ 4. ডাটুরিন একটি হাঁপানি উপশমকারী, এটি ____ থেকে পাওয়া যায়
Ans : ধুতুরা
✦ 5. ট্রাইকাসপিড বা ত্রিপত্র কপাটিকা কার মাঝে অবস্থিত ?
Ans : ডান অলিন্দ – ডান নিলয়
✦ 6. কোন আয়ন রক্ত তঞ্চনে সাহায্য করে ?
Ans : ক্যালসিয়াম
✦ 7. হৃৎপিণ্ডের স্পন্দন কব্জির ওপর ____ ধমনীতে অনুভব করা যায়
Ans : রেডিয়াল
✦ 8. এক গ্রাম কার্বোহাইড্রেট দহনে কত পরিমান শক্তি উৎপন্ন হয় ?
Ans : 9.3 kcal
✦ 9. যকৃতের কোন কোশ রোগ জীবাণুদের ধ্বংস করে ?
Ans : কুফার কোশ
✦ 10. 1 পারসেক = কত আলোকবর্ষ এর সমান ?
Ans : 3.26