Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬৬৬
▣ 1. পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
Ans : জিন্দাগাড়া
▣ 2. আরাবল্লী পর্বতের উত্তর-পশ্চিমে কোন মালভূমি অবস্থান করছে ?
Ans : মানওয়ার মালভূমি
▣ 3. বুন্দেলখন্ড মালভূমির উত্তরে কোন নদী অবস্থান করছে ?
Ans : যমুনা নদী
▣ 4. ছোটনাগপুর মালভূমি কি শিলা দ্বারা গঠিত ?
Ans : গন্ডয়ানা শিলা এবং গ্রানাইট ও নিস শিলা দ্বারা গঠিত
▣ 5. ভেম্বনাদ কয়াল কোন উপকূলে অবস্থিত ?
Ans : মালাবার উপকূল
▣ 6. বিন্ধ্য ও সাতপুরার মধ্যে সংযোগ রক্ষা করেছে কোন পর্বত ?
Ans : মহাকাল পর্বত
▣ 7. গুজরাট উপকূলের সমভূমি কোন কোন নদীর পলি সঞ্চয়ের ফলে গঠিত হয়েছে ?
Ans : সবরমতী, মাহি প্রভৃতি
▣ 8. লাক্ষাদ্বীপ ও মিনিকয় কত ডিগ্রি চ্যানেল দ্বারা পৃথক হয়েছে ?
Ans : 9° চ্যানেল
▣ 9. থাগালা গিরিপথ কোন দুটি দেশ কে সংযুক্ত করেছে ?
Ans : ভারত ও চীন
▣ 10. ভীমতাল হ্রদ টি ভারতের কোন রাজ্যে অবস্থান করছে ?
Ans : উত্তরাখন্ড