Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬৬৮
❐ 1. চ্যালকোলিথিক যুগে বৃহত্তম বসতি কোথায় ছিল ?
Ans : দাইমাবাদ
❐ 2. চ্যালকোলিথিক যুগে কোথায় ধান চাষের প্রমান পাওয়া গেছে ?
Ans : ইনামগাঁও
❐ 3. প্রাক-ঐতিহাসিক অনুসন্ধানের ফলে নেভাসা তে কি ব্যবহারের প্রমান পাওয়া গেছে ?
Ans : তুলা
❐ 4. প্রাক-ঐতিহাসিক অনুসন্ধানের ফলে হস্তিনাপুরে কিসের সন্ধান পাওয়া গেছে ?
Ans : বন্য আখ
❐ 5. নৌকা তৈরী, ঘূর্ণমান তুলা ও পশমের ব্যবহার কোন যুগে দেখতে পাওয়া যায় ?
Ans : নব্য প্রস্তুর যুগে
❐ 6. সিন্ধু সভ্যতার পূর্বতম বিন্দু আলমগিরপুর বর্তমানে কোন রাজ্যে অবস্থিত ?
Ans : উত্তরপ্রদেশ
❐ 7. সিন্ধু সভ্যতায় মাতৃদেবীর পূজার সন্ধান কোথায় পাওয়া যায় ?
Ans : মহেঞ্জোদারো
❐ 8. সিন্ধু সভ্যতায় লাঙলের নির্দশন কোথায় পাওয়া যায় ?
Ans : কালিবঙ্গান
❐ 9. সিন্ধু সভ্যতার সবচেয়ে ছোট শহর কোনটি ছিল ?
Ans : আল্লাহদিনো
❐ 10. পাকিস্তান ও ইরানের সীমারেখায় অবস্থিত সিন্ধু সভ্যতার পশ্চিমতম সীমানা টি হল ?
Ans : সুটকাগানডর