Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬৫২
◐ 1. ফা-হিয়েন কার আমলে ভারতে এসেছিলেন ?
Ans : দ্বিতীয় চন্দ্রগুপ্ত
◐ 2. ভারতের সংবিধান দিবস কবে পালিত হয় ?
Ans : 26 শে নভেম্বর
◐ 3. দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স – এর রচয়িতা কে ?
Ans : বিনায়ক দামোদর সাভারকর
◐ 4. কে অ্যাঙলো-ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ?
Ans : লালা হংসরাজ
◐ 5. ঝুলনলীলা কোন রাজ্যের নৃত্যকলা ?
Ans : রাজস্থান
◐ 6. জাতীয় পেনশন প্রকল্পতে যোগ দেওয়ার সর্বোচ্চ বয়স কত ?
Ans : ৬৫ বছর
◐ 7. জাতীয় কন্যা দিবস কবে পালন করা হয় ?
Ans : 24 শে জানুয়ারি
◐ 8. হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী কোনটি ?
Ans : ধর্মশালা
◐ 9. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের রাজা কে ছিলেন ?
Ans : সম্রাট হিরোহিতা
◐ 10. নৈনিতাল ঝিল কোন রাজ্যে অবস্থিত ?
Ans : উত্তরাখন্ড