Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬৫৭
☞ 1. স্বাস্থ্যব্যবস্থা স্বাধীনতার চেয়ে জরুরী কে বলেছিলেন ?
Ans : মহাত্মা গান্ধী
☞ 2. পরমবীর চক্র হলো ভারতের সর্বোচ্চ _____ সম্মান ?
Ans : সামরিক
☞ 3. ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য শৈলী ?
Ans : তামিলনাডু
☞ 4. শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার কি ক্ষেত্রে দেওয়া হয় ?
Ans : বিজ্ঞান ও প্রযুক্তি
☞ 5. প্রথম কোন ভারতীয় অলিম্পিকে মেডেল জিতেছে ?
Ans : কে ডি যাদব
☞ 6. কার্বন-ডাই-অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে ?
Ans : শিরা
☞ 7. জেরপথ্যালমিয়া রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন ?
Ans : ভিটামিন A
☞ 8. ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত ?
Ans : সেতার
☞ 9. ছত্রাক একটি _________ জীব ?
Ans : বহুকোশী
☞ 10. pH স্কেলের পাল্লা কি ?
Ans : 0 – 14