Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬৫৯
✍ 1. গাছের পাতা স্পর্শ করার সঙ্গে সঙ্গে পাতাগুলি মুদে যাওয়া কি ধরনের চলন ?
Ans: সিসমেন্যাস্টি
✍ 2. কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুদে যায়। এটি হল ?
Ans: ফোটোন্যাস্টি
✍ 3. সূর্যশিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকা গুলি পতঙ্গদের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি হল ?
Ans: কেমোন্যাস্টি
✍ 4. জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রের নাম ?
Ans: কেসকোগ্রাফ
✍ 5. কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কারের সাহায্যে কে প্রমান করেন উদ্ভিদ উত্তেজনায় সাড়া দেয় ?
Ans: জগদীশচন্দ্র বসু
✍ 6. বনচাঁড়ালের পার্শ্বপত্রকে যে চলন দেখা যায় তা হল ?
Ans: প্রকরণ
✍ 7. এককোশী শৈবাল ক্ল্যামাইডোমোনাসের আলোর অভিমুখে বা প্রখর আলোর বিপরীতে চলনকে বলে ?
Ans: ফোটোট্যাক্সিজম
✍ 8. ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া ?
Ans: কেমোন্যাস্টিক চলন
✍ 9. বনচাঁড়াল উদ্ভিদের পাতার পত্রফলক সঞ্চালনের কারণ হল ?
Ans: রসস্ফীতিজনিত চাপের পরিবর্তন
✍ 10. কেমোন্যাস্টিক চলনের উদ্দীপক হল ?
Ans: রাসায়নিক বস্তু