Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬৪৫

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬৪৫


Bengali GK Guide


☞ 1. সিঙ্গলীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ? 
Ans : দার্জিলিং 

☞ 2. পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক তামাক উৎপাদিত হয় ? 
Ans : কোচবিহার 

☞ 3. কোন সালে আয়লা ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের বুকে আছড়ে পড়ে ? 
Ans : 2009 সালে 

☞ 4. জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রথম স্থাপিত হয় কোন সালে ? 
Ans : 1972 সালে 

☞ 5. পশ্চিমবঙ্গ রাজ্যটি কত গুলি দেশ দ্বারা পরিবেষ্টিত ? 
Ans : 3 টি দেশ

☞ 6. পশ্চিমবঙ্গ কতগুলি রাজ্য দ্বারা পরিবেষ্টিত ? 
Ans : 5 টি রাজ্য

☞ 7. পশ্চিমবঙ্গের প্রাচীনতম পৌরসভা কোনটি ? 
Ans : গোবরডাঙ্গা (1870)

☞ 8. পশ্চিমবঙ্গের প্লান্টেশন এগ্রিকালচার কোন জেলায় দেখা যায় ? 
Ans : দার্জিলিং 

☞ 9. সুন্দরবন কে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করা হয় কোন সালে ? 
Ans : 1999 সালে 

☞ 10. বাংলার সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঘটে কোন জায়গায় ? 
Ans : বক্সা ডুয়ার্স





Leave a comment