Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬৪৬

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬৪৬



❖ 1. শব্দের উৎস কত হলে আমরা শব্দ শুনতে পাই ? 
Ans : 20 Hz থেকে 20000 Hz এর মধ্যে

❖ 2. রেটিনা ও চক্ষুলেন্সের মধ্যবর্তী স্থানে জেলী জাতীয় যে পদার্থ থাকে তাকে কি বলে ? 
Ans : ভিট্রিয়াস হিউমার

❖ 3. রেটিনায় বস্তুর কেমন প্রতিবিম্ব গঠিত হয় ? 
Ans : বাস্তব ও উল্টো

❖ 4. এন্ডোসকপি যন্ত্র টি কোন নীতিতে কাজ করে ? 
Ans : আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন

❖ 5. মোটর গাড়ির হেড লাইটে প্রতিফলক হিসেবে কোনটি ব্যবহৃত হয় ? 
Ans : উত্তল দর্পন

❖ 6. LPG গ্যাসের প্রধান উপাদান কোনটি ? 
Ans : বিউটেন

❖ 7. হস্রদৃষ্টি বা মায়োপিয়া প্রতিকারে কি ধরনের লেন্স ব্যবহার করা হয় ? 
Ans : অবতল লেন্স

❖ 8. কোন বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে কম ? 
Ans : লাল

❖ 9. ফিউজতারের বৈশিষ্ট্য কি ? 
Ans : রোধ উচ্চ ও গলনাঙ্ক কম

❖ 10. বৈদ্যুতিক তাপ উৎপাদক যন্ত্র যেমন ইলেকট্রিক ইস্ত্রি, হিটার ইত্যাদিতে কোন তার ব্যবহার হয় ? 
Ans : নাইক্রোম






Leave a comment