Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬৪৭

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬৪৭



⧗ 1. 2023 এর ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে ? 
Ans : ভারত 

⧗ 2. কোচবিহার ট্রফি কোন খেলার সাথে যুক্ত ? 
Ans : ক্রিকেট 

⧗ 3. যামিনী কৃষ্ণমূর্তি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ? 
Ans : ভারতনাট্যম 

⧗ 4. কোন রাজার রাজত্বকালে ফা-হিয়েন ভারত ভ্রমন করেন ? 
Ans : দ্বিতীয় চন্দ্রগুপ্ত / বিক্রমাদিত্য 

⧗ 5. মনসবদারী ব্যবস্থা কে প্রচলন করেন ? 
Ans : 1577 সালে আকবর প্রচলন করেন 

⧗ 6. ভারতের পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত নিয়েছিলেন ? 
Ans : লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 

⧗ 7. শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ? 
Ans : কাবেরী ( কর্ণাটক ) 

⧗ 8. চা-চাষের জন্য কোন মাটি বেশি উপযুক্ত ? 
Ans : লৌহ মিশ্রিত উর্বর দোয়াশ মাটি 

⧗ 9. SAARC শীর্ষ সম্মেলন প্রথম কোথায় অনুষ্ঠিত হয় ? 
Ans : ঢাকা ( বাংলাদেশ )

⧗ 10. দ্রোনাচার্য পুরস্কার কি ক্ষেত্রে দেওয়া হয় ? 
Ans : খেলাধুলার প্রশিক্ষক ( Coach )







Leave a comment