Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬৩৩

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬৩৩


Bengali GK Guide


▣ 1. টিপু সুলতান কার পুত্র ছিলেন ? 
Ans : হায়দার আলী 

▣ 2. টিপু সুলতান 1799 সালে কোন যুদ্ধ চলাকালীন প্রাণ হারান ? 
Ans : চতুর্থ ইঙ্গ-মহীশুর যুদ্ধ 

▣ 3. সেরিঙ্গপট্টনমের সন্ধি কোন সালে সম্পন্ন হয় ? 
Ans : 1792 সালে 

▣ 4. মাদ্রাজের সন্ধি কোন সালে স্বাক্ষরিত হয় ? 
Ans : 1769 সালে

▣ 5. রঞ্জিত সিং কত সালে অমৃত্সরের সন্ধি স্বাক্ষর করেন ? 
Ans : 1809 সালে 

▣ 6. রঞ্জিত সিং কোন মুসলিম ব্যক্তিকে বিদেশমন্ত্রী হিসেবে নিয়োগ করেন ? 
Ans : ফকির আজিজ-উদ-দীন 

▣ 7. দীনানাথ হিন্দু কোন সম্রাটের অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন ? 
Ans : রঞ্জিত সিং 

▣ 8. অমৃত্সর শহর টি কে প্রতিষ্ঠা করেন ? 
Ans : গুরু রামদাস

▣ 9. কোন শিখ গুরু আধ্যাত্মিক সাম্রাজ্য কে 22 টি মানজিসে ভাগ করেন ? 
Ans : গুরু অমরদাস 

▣ 10. কোন শিখ গুরু অনন্তপুরে শিখ সম্মেলনের আহ্বান করেন ? 
Ans : গুরু গোবিন্দ সিং











Leave a comment