Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬৩৮
✒ 1. কোন সালে ইকোনমিক প্রোগ্রাম কমিটি গঠিত হয় ?
Ans : 1947 সালে
✒ 2. ‘Planned Economy for India’ বইটি কোন সালে প্রকাশিত হয় ?
Ans : 1934 সালে
✒ 3. আচার্য শ্রীমান নারায়ণ আগরওয়ালের সময় গান্ধী কৌশল কোন সালে শুরু হয় ?
Ans : 1944 সালে
✒ 4. ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কোন সালে গঠিত হয় ?
Ans : 1952 সালে
✒ 5. হ্যারোড ডোমার কৌশলের ভিত্তিতে কততম পরিকল্পনাটি গড়ে ওঠে ?
Ans : প্রথম
✒ 6. পঞ্চম পরিকল্পনা কোন অর্থনীতিবিদ কতৃক গৃহীত হয় ?
Ans : ডি ডি ধর
✒ 7. আবর্তন পরিকল্পনা বা রোলিং প্লান কোন বছর থেকে শুরু হয় ?
Ans : 1978 সাল
✒ 8. কোন সালে হিন্দুস্তান ব্যাঙ্ক স্থাপনের মাধ্যমে ভারতে ব্যাংক ব্যবস্থার সূত্রপাত ঘটে ?
Ans : 1770 সালে
✒ 9. কোন সালে তিনটি ব্যাংক একত্রিত হয়ে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয় ?
Ans : 1921 সালে
✒ 10. কত সালে রয়াল কমিশন অফ ইন্ডিয়ান কারেন্সি এন্ড ফাইন্যান্স প্রতিষ্ঠা হয় ?
Ans : 1925 সালে