Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬১২

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬১২ 


Bengali GK Guide



☯ 1. পারমাণবিক শক্তি উৎপাদনে ইউরেনিয়ামের কোন আইসোটোপ ব্যবহৃত হয় ? 
Ans : U-235

☯ 2. NaCl এর তীব্র জলীয় দ্রবণ (30%) কে কি বলা হয় ? 
Ans : ব্রাইন 

☯ 3. বেকিং পাউডার গঠিত হয় বেকিং সোডা ও কোন এসিডের সমন্বয়ে ? 
Ans : টারটারিক এসিড 

☯ 4. কৃত্রিমভাবে ক্লোরিন এবং পোড়া চুনের বিক্রিয়ায় কি তৈরি হয় ? 
Ans : ব্লিচিং পাউডার 

☯ 5. যে তাপমাত্রায় সমস্ত ধাতু তার চৌম্বক ধর্ম হারায় ? 
Ans : কুড়ি বিন্দু 

☯ 6. মানব শরীরের মধ্যে লালাগ্রন্থির মাধ্যমে উৎপন্ন লালারস কোন প্রকৃতির ? 
Ans : ক্ষারীয়

☯ 7. কপার সালফেটের জলীয় দ্রবণ কি নামে পরিচিত ? 
Ans : ব্লু ভিট্রিয়ল

☯ 8. সোনা, প্লাটিনাম এগুলো কে কোন ধরনের ধাতু বলা হয় ? 
Ans : নোবেল ধাতু 

☯ 9. রুবি এবং নীলা পাথর হলো __ এর অক্সাইড ? 
Ans : এলুমিনিয়াম 

☯ 10. কোন যৌগের গন্ধ পঁচা ডিমের মতো হয় ? 
Ans : হাইড্রোজেন সালফাইড (H2S)


Leave a comment