Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬১৩
❖ 1. জাস্কর পর্বতশ্রেণীর লাহুল স্পিটি অংশের বারালাচা গিরিপথ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে ?
Ans : চেনাব
❖ 2. পীরপাঞ্জালের দক্ষিণে রোটাং গিরিপথ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে ?
Ans : বিয়াস
❖ 3. মানস সরোবরের রাক্ষস হ্রদ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে ?
Ans : শতদ্রু
❖ 4. হিমাচল প্রদেশের কুলু উপত্যকার রোটাং গিরিপথ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে ?
Ans : রাভি
❖ 5. কাশ্মীর উপত্যকার দক্ষিণ-পূর্বে ভেরিনাগ প্রস্রবণ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে ?
Ans : বিতস্তা
❖ 6. থেইন জলসেচ পরিকল্পনা টি কোন রাজ্যে অবস্থিত ?
Ans : পাঞ্জাব
❖ 7. মান্ডি জলসেচ পরিকল্পনা টি কোন নদীর উপর অবস্থিত ?
Ans : বিপাশা
❖ 8. বিয়াস শক্তি ও জলসেচ পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত ?
Ans : হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থান
❖ 9. মন্দাকিনি ও অলকানন্দা নদীর মিলন স্থল কে কি বলা হয় ?
Ans : রুদ্র প্রয়াগ
❖ 10. পিন্ডার ও অলকানন্দা নদীর মিলন স্থল কি নামে পরিচিত ?
Ans : কর্ণ প্রয়াগ