Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬১৪

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬১৪


Bengali GK Guide



◒ 1. ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন কে কোন ধরণের মৌল বলা হয় ? 
Ans : হ্যালোজেন মৌল

◒ 2. লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম এগুলো কে কি ধাতু বলা হয় ? 
Ans : ক্ষার ধাতু 

◒ 3. কোন মৌল কে দুষ্টু মৌল বলা হয় ? 
Ans : হাইড্রোজেন 

◒ 4. সোনা, প্লাটিনাম, রুপা এগুলো কে কোন ধাতু বলা হয় ? 
Ans : বর ধাতু 

◒ 5. আয়রন, কোবাল্ট, কপার এগুলো কে কোন প্রকৃতির মৌল বলা হয় ? 
Ans : সন্ধিগত মৌল 

◒ 6. তামা, রুপা, সোনা কে এগুলো কে কোন ধরনের ধাতু বলা হয় ? 
Ans : মুদ্রা ধাতু 

◒ 7. সিরিয়াম, লুটেশিয়াম এগুলো কে কোন প্রকৃতির মৌল বলা হয় ? 
Ans : বিরল মৃত্তিকা মৌল 

◒ 8. রেডিয়াম, ইউরেনিয়াম, থোরিয়াম এগুলো কে কোন প্রকৃতির মৌল বলা হয় ? 
Ans : তেজস্ক্রিয় মৌল 

◒ 9. সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম কে কোন প্রকৃতির মৌল বলা হয় ? 
Ans : আদর্শ মৌল 

◒ 10. সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল টি হল ? 
Ans : সিজিয়াম



Leave a comment