Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬১৭
✍ 1. যোগমাটি বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
Ans : কর্ণাটক
✍ 2. ভারত গোল্ড মাইন্স কোন সালে স্থাপিত হয় ?
Ans : 1972
✍ 3. ইউরেনিয়াম করপোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড কত সালে স্থাপিত হয় ?
Ans : 1967
✍ 4. NALCO কোন সালে স্থাপিত হয় ?
Ans : 1981
✍ 5. ভারতের প্রথম শিল্পনীতি কার্যকর হয় কোন সালে ?
Ans : 1948
✍ 6. কোন সালের শিল্পনীতি ম্যাগনাকাটা বা আধা সাংবিধানিক নামে পরিচিত ?
Ans : 1956
✍ 7. কোন শহর কে ভারতের কটন পলিস নামে পরিচিত ?
Ans : মুম্বাই
✍ 8. কোন শহর কে উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় ?
Ans : কানপুর
✍ 9. কেন্দ্রীয় রেশমি সংস্থা কোথায় অবস্থিত ?
Ans : ব্যাঙ্গালুরু
✍ 10. প্রথম উলের বস্ত্র শিল্প কেন্দ্র স্থাপিত হয় কোন সালে ?
Ans : 1876 সালে