Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬১০

  Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬১০


Bengali GK Guide


 

■ 1. আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন সংস্থা FIFA কোন সালে প্রতিষ্ঠা হয় ? 
Ans : 1904 

■ 2. আসন্ন ফুটবল বিশ্ব কাপ 2022 কোথায় অনুষ্ঠিত হতে চলেছে ? 
Ans : কাতার 

■ 3. ফিফা বিশ্বকাপ 2022 এর ম্যাস্কট কি ? 
Ans : La’eeb 

■ 4. সবথেকে বেশি বার ফুটবল বিশ্বকাপ জিতেছে কোন দেশ ? 
Ans : ব্রাজিল (5 বার)

■ 5. 2023 ফিফা মহিলা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হতে চলেছে ? 
Ans : অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

■ 6. ফিফা বিশ্বকাপ 2026 কোথায় অনুষ্ঠিত হতে চলেছে ? 
Ans : আমেরিকা যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা

■ 7. ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 এ কত গুলি দল অংশগ্রহণ করতে চলেছে ? 
Ans : 32 টি

■ 8. ফিফা বিশ্ব কাপ প্রথম বার কোন সালে অনুষ্ঠিত হয় ? 
Ans : 1930 

■ 9. 2018 ফিফা ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হয় কোন দেশ ? 
Ans : ফ্রান্স 

■ 10. ফিফা বিশ্ব কাপের অপর নাম কি ? 
Ans : Jules Rimet Trophy


Leave a comment