Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬০৩
✒ 1. কেঁচো ও জোঁকের শ্বাসযন্ত্রের নাম কি ?
Ans : দেহত্বক বা চামড়া
✒ 2. মাংসপেশির সংকোচনশীলতা রক্ষা করে ?
Ans : মায়োসিন
✒ 3. কোনো সভ্যতার প্রাচীনত্ব নির্ধারণের জন্য আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির নাম হল –
Ans : রেডিও কার্বন-14
✒ 4. পরমাণুতে সবচেয়ে ভারী কণা হলো ?
Ans : নিউট্রন
✒ 5. আইসোটোপ নেই এমন একটি মৌল হল ?
Ans : ফ্লুরিন
✒ 6. চার্লস সূত্রের ধ্রুবক দুটি কি কি ?
Ans : গ্যাসের চাপ ও গ্যাসের ভর
✒ 7. মোম যে শ্রেণীর অন্তর্গত সেটি হল ?
Ans : লিপিড
✒ 8. দুধে অবস্থিত একটি ডাইস্যাকারাইড টি হল ?
Ans : ল্যাকটোজ
✒ 9. সব জীবেরই মূল জীবনের ভৌত ভিত্তি হল ?
Ans : প্রোটোপ্লাজম
✒ 10. দুধের তঞ্চনে অংশ নেয় যে খনিজ সেটি হল –
Ans : সালফার