Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬০৪
➲ 1. রাষ্ট্রপতির অপসারণের কথা উল্লেখিত রয়েছে সংবিধানের কোন ধারায় ?
Ans : আর্টিকেল – 61
➲ 2. কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি দ্বারা মনোনীত 2 জন ইঙ্গ-ভারতীয় ব্যক্তির লোকসভা ও বিধানসভায় যোগদান সম্প্রসারিত করা হয় নি ?
Ans : 104 তম
➲ 3. কত নং ধারা বলে পার্লামেন্ট অধিবেশন বন্ধ থাকলেও প্রয়োজন মনে করলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন ?
Ans : 123 নং
➲ 4. ভারতের রাষ্ট্রপতির হাতে কত রকমের ভেটো থাকে ?
Ans : 3 রকম
➲ 5. রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার উল্লেখ রয়েছে কোন ধারায় ?
Ans : 72 নং
➲ 6. কততম ধারা বলে রাজ্যপালও রাষ্ট্রপতির মতো সবকটি ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অধিকারী ?
Ans : 161 ধারা
➲ 7. রাষ্ট্রপতি হবার জন্য যোগ্যতার উল্লেখ রয়েছে কোন ধারায় ?
Ans : ধারা – 58
➲ 8. কততম ধারায় রাষ্ট্রপতিকে সমস্ত প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে ?
Ans : 53 নং
➲ 9. কে কোনরূপ প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছিলেন ?
Ans : নীলম সঞ্জীবা রেড্ডি
➲ 10. কত নং ধারা বলে রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত হয় ?
Ans : 56 নং