Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬০৫

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬০৫ 




➥ 1. অভ্র, কোয়ার্টজ কোন ধরনের পদার্থ ? 
Ans : কুপরিবাহী বা অন্তরক 

➥ 2. জার্মেনিয়াম, সিলিকন কোন ধরণের পদার্থ ? 
Ans : অর্ধপরিবাহী

➥ 3. উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীতে প্রবাহমাত্রার কি পরিবর্তন হয় ? 
Ans : বৃদ্ধি পায় 

➥ 4. LED ডায়োডে ফোটন কণারূপে শক্তি নির্গত করে আলো বিকিরণ করাকে কি বলে ? 
Ans : ইলেক্ট্রোলুমিনেসেন্স

➥ 5. p-n-p ট্রানজিস্টারের সংখ্যাগুরু আধান বাহক হল ? 
Ans : হোল

➥ 6. দুটি NAND গেট ব্যবহার করে কোন গেট প্রস্তুত করা যায় ? 
Ans : AND গেট 

➥ 7. দুটি NOR গেট ব্যবহার করে কোন গেট প্রস্তুত করা যায় ? 
Ans : OR গেট 

➥ 8. থোরিয়াম নামক তেজস্ক্রিয় পদার্থ টি কে আবিষ্কার করেন ? 
Ans : মাদাম মেরি কুরি 

➥ 9. ফটোগ্রাফিক প্লেটের ওপর ক্রিয়া সর্বাধিক কোন রশ্মির ? 
Ans : বিটা রশ্মি 

➥ 10. বৈদ্যুতিক সংকেত একমুখীকরণের জন্য কি ব্যবহার করা হয় ? 
Ans : ডায়োড


Leave a comment