Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬০৬

  Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬০৬ 



❂ 1. নাথুলা পাস ভারতকে কোন প্রতিবেশী দেশের সাথে যুক্ত করেছে ? 
Ans : চীন 

❂ 2. ভোরঘাট গিরিপথ কোন দুই স্থান কে যুক্ত করেছে ? 
Ans : মুম্বাই এবং পুনে 

❂ 3. থালঘাট গিরিপথ কোন দুই স্থান কে যুক্ত করেছে ? 
Ans : মুম্বাই ও নাসিক 

❂ 4. শেনকোট্টা গিরিপথ কোন দুই স্থান কে যুক্ত করেছে ? 
Ans : কোলাম এবং মাদুরাই 

❂ 5. পরশুরাম হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : অরুণাচল প্রদেশ 

❂ 6. পুস্কর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : রাজস্থান

❂ 7. সোমোরীরী হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : লাদাখ

❂ 8. উদয়পুর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : রাজস্থান 

❂ 9. আরাবল্লী পর্বতের উত্তর-পশ্চিমে কোন মালভূমি অবস্থান করছে ? 
Ans : মানওয়ার মালভূমি 

❂ 10. বুন্দেলখন্ড মালভূমি কে ঘিরে উত্তরে কোন নদী অবস্থান করছে ? 
Ans : যমুনা নদী


Leave a comment