Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬০৮
★ 1. কার স্মৃতির উদ্দেশ্যে বিখ্যাত কবি শ্রীহর্ষ ‘বিজয় প্রশস্তি’ রচনা করেন ?
Ans : বিজয় সেন
★ 2. মিথিলা বল্লাল সেনের উপর বল্লালচরিত – কার লেখা ?
Ans : আনন্দভট্ট
★ 3. কার আমলে গৌড় নগরীর পত্তন হয় ?
Ans : বল্লাল সেন
★ 4. গুর্জর-প্রতিহার রাজবংশের প্রধান ভাষা কি ছিল ?
Ans : সংস্কৃত ও প্রাকৃত
★ 5. ঐতিহাসিক পঞ্চমুখ কাকে ‘দক্ষিণের অশোক’ নামে অভিহিত করেন ?
Ans : প্রথম অমোঘবর্ষ
★ 6. রামেশ্বরমে কৃষ্ণেশ্বর মন্দির কে নির্মাণ করেন ?
Ans : তৃতীয় কৃষ্ণ
★ 7. রাষ্ট্রকূট শাসনব্যবস্থায় রাষ্ট্রের শাসনভার ছিল কার হাতে ?
Ans : রাষ্ট্রপতি
★ 8. রাজপুত শাসক ভোজ পারমার এর উপাধি কি ছিল ?
Ans : পরমভট্টারক
★ 9. কোন যুদ্ধের পর উত্তর ভারতে মুসলিম শাসন সুপ্রতিষ্ঠিত হয় ?
Ans : তরাইনের দ্বিতীয় যুদ্ধ
★ 10. মেবারের শাসক রাণা কুম্ভ ছিলেন কোন রাজবংশের শাসক ?
Ans : শিশোদিয়া