Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬০৯

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৬০৯


Bengali GK Guide


✒ 1. কোন এসিড কে সামুদ্রিক এসিড বলা হয় ? 
Ans : হাইড্রোক্লোরিক এসিড

✒ 2. কোন এসিড কে শক্তিশালী জল বলা হয় ? 
Ans : নাইট্রিক এসিড 

✒ 3. সাধারণ উষ্ণতায় কোন এসিড গ্যাসীয় অবস্থায় থাকে ? 
Ans : হাইড্রোক্লোরিক এসিড 

✒ 4. কোন শক্তিশালী এসিডের বিজারণ ক্ষমতা নেই ? 
Ans : নাইট্রিক এসিড

✒ 5. এসিডের সংস্পর্শে লিটমাসের বর্ণ নীল থেকে কিসে রূপান্তর ঘটে ? 
Ans : লাল 

✒ 6. কোন এসিডের সংস্পর্শে চিনি কালো হয় ? 
Ans : সালফিউরিক এসিড 

✒ 7. গাঢ় HNO3 তে স্টার্চ মিশিয়ে পাতন করলে পাওয়া যায় ? 
Ans : ধূমায়মান HNO3 

✒ 8. সোনা, প্লাটিনাম প্রভৃতি ধাতু একমাত্র যে বিকারকের সঙ্গে বিক্রিয়া করে ? 
Ans : অ্যাকোয়া রিজিয়া 

✒ 9. স্পর্শ পদ্ধতিতে কোন এসিড প্রস্তুত করা হয় ? 
Ans : সালফিউরিক এসিড 

✒ 10. যে এসিড কে উত্তপ্ত করলে বাদামি বর্ণের গ্যাস নির্গত হয় ? 
Ans : নাইট্রিক এসিড




Leave a comment