Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৯৫
☞ 1. পাধার আঞ্চলিক নৃত্য ভারতের কোন রাজ্যে দেখা যায় ?
Ans : গুজরাট
☞ 2. ভাষাগত গণতন্ত্রের জনক কাকে বলা হয় ?
Ans : পট্টি শ্রীরামুলু
☞ 3. ভারতীয় সিনেমার জনক কাকে বলা হয় ?
Ans : দাদাসাহেব ফালকে
☞ 4. ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় ?
Ans : নরম্যান বোরলগ
☞ 5. কোন স্থানে ল্যানোস তৃণভূমি দেখা যায় ?
Ans : ভেনেজুয়েলা, দক্ষিণ আমেরিকা
☞ 6. ক্যান্টারবেরি তৃণভূমি দেখা যায় কোন স্থানে ?
Ans : নিউজিল্যান্ড
☞ 7. ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ans : দ্য হেগ
☞ 8. ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচারের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ans : গ্ল্যান্ড
☞ 9. ইউনাইটেড নেশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রামের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ans : নিউইয়র্ক
☞ 10. ইস্তানবুলের পুরাতন নাম কি ছিল ?
Ans : কনস্ট্যানটিনোপল