Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৯৮

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৯৮ 




➥ 1. মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার কোন সাল থেকে চালু হয় ? 
Ans : 1995 

➥ 2. মুর্তিদেবী সম্মান কোন সাল থেকে চালু হয় ? 
Ans : 1948 

➥ 3. ভাস্কর্য শিল্পে খোদিত পৃষ্ঠতলের উপর কারুকার্য সম্বন্ধে বিদ্যা কে কি বলে ? 
Ans : Anaglyptics 

➥ 4. নথিপত্রের সত্যতা নিরুপম সংক্রান্ত বিদ্যা কে কি বলে ? 
Ans : Bibliotics 

➥ 5. প্রতীকী ভাষা সংক্রান্ত বিদ্যা কে কি বলা হয় ? 
Ans : Dactyology 

➥ 6. তড়িৎবিজ্ঞান ও রসায়নের পারস্পরিক সম্পর্ক বিষয়ক বিদ্যা কে কি বলে ? 
Ans : Electrochemistry 

➥ 7. পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি কে বলা হয় ? 
Ans : প্রশান্ত মহাসাগর 

➥ 8. পৃথিবীর শুস্কতম স্থান আসওয়ার কোন দেশে অবস্থিত ? 
Ans : মিশর 

➥ 9. পৃথিবীর বৃষ্টিময় স্থান বুয়েলাভেনটিরা কোন দেশে অবস্থিত ? 
Ans : কলম্বিয়া

➥ 10. পৃথিবীর সবথেকে শীতল স্থান প্লেটু স্টেশন কোথায় অবস্থিত ? 
Ans : আন্টার্কটিকা



Leave a comment