Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৮৩

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৮৩ 


⬕ 1. জেথ অষ্টমী উৎসব কোন রাজ্যে পালিত হয় ? 
Ans : জম্মু ও কাশ্মীর

⬕ 2. কাম্বালা উৎসব কোন রাজ্যে পালিত হয় ? 
Ans : কর্ণাটক 

⬕ 3. কারচি পূজা উৎসব কোন রাজ্যে পালিত হয় ? 
Ans : ত্রিপুরা 

⬕ 4. নাওমি উৎসব কোন রাজ্যে পালিত হয় ? 
Ans : পাঞ্জাব ও হরিয়ানা 

⬕ 5. লোকরঙ উৎসব উৎসব কোন রাজ্যে পালিত হয় ? 
Ans : রাজস্থান ও মধ্যপ্রদেশ

⬕ 6. সেন্ট ফ্রান্সিস উৎসব কোন রাজ্যে পালিত হয় ? 
Ans : গোয়া 

⬕ 7. মধুশ্রাবনী উৎসব কোন রাজ্যে পালিত হয় ? 
Ans : বিহার 

⬕ 8. গুরমালি উৎসব কোন রাজ্যে পালিত হয় ? 
Ans : হিমাচল প্রদেশ 

⬕ 9. ইয়াওসাং উৎসব কোন রাজ্যে পালিত হয় ? 
Ans : মণিপুর 

⬕ 10. কল্পতরু উৎসব উৎসব কোন রাজ্যে পালিত হয় ? 
Ans : পশ্চিমবঙ্গ


Leave a comment