Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৮৭
⧩ 1. পূর্ব ও মধ্য-দক্ষিণ আফ্রিকায় কোন ধরনের জলবায়ু দেখা যায় ?
Ans : সাভানা জলবায়ু
⧩ 2. পশ্চিম-পূর্ব এশিয়া, উত্তর অস্ট্রেলিয়ায় কোন ধরনের জলবায়ু দেখা যায় ?
Ans : উষ্ণ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু
⧩ 3. টাকলা মাকান মরুভূমি কোন দেশে অবস্থিত ?
Ans : চীন
⧩ 4. কারাকুম মরুভূমি কোন দেশে অবস্থিত ?
Ans : তুর্কমেনিস্তান
⧩ 5. মাঞ্চুরিয়ান অঞ্চল দেখা যায় কোন দেশে প্রধানত ?
Ans : রাশিয়া
⧩ 6. সম মেঘাচ্ছন্নতা যুক্ত স্থানকে যুক্তকারী রেখা কে কি বলে ?
Ans : আইসোনেফ
⧩ 7. সবচেয়ে লবণতা পূর্ণ সমুদ্র টি হলো ?
Ans : ডেড সি
⧩ 8. ব্রিটিশ কলম্বিয়া ও আলাস্কা উপকূল বরাবর কোন স্রোত প্রবাহিত হয় ?
Ans : আলাস্কা স্রোত
⧩ 9. পশ্চিম আফ্রিকার উপকূলে কোন স্রোত প্রবাহিত হয় ?
Ans : গিনিয়া স্রোত
⧩ 10. পেরু স্রোত কোন মহাসাগরীয় স্রোত ?
Ans : শীতল প্রকৃতির প্রশান্ত মহাসাগরীয় স্রোত