Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৮৮
➲ 1. এম এস গোলওয়ালকর – এর পরিচিত নাম কি ছিল ?
Ans : গুরুজি
➲ 2. জয়প্রকাশ নারায়ণ – এর পরিচিত নাম কি ছিল ?
Ans : লোকনায়ক
➲ 3. পন্ডিত মদনমোহন মালব্য – এর পরিচিত নাম কি ছিল ?
Ans : মহামান্য
➲ 4. শেখ মহম্মদ আবদুল্লা – এর পরিচিত নাম কি ছিল ?
Ans : শের-ই-কাশ্মীর
➲ 5. চক্রবর্তী রাজাগোপালাচারী – এর পরিচিত নাম কি ছিল ?
Ans : রাজাজি
➲ 6. শেখ মুজিবর রহমান – এর পরিচিত নাম কি ছিল ?
Ans : বঙ্গবন্ধু
➲ 7. দাদাভাই নৌরজি – এর পরিচিত নাম কি ছিল ?
Ans : গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া
➲ 8. টি প্রকাশম – এর পরিচিত নাম কি ছিল ?
Ans : অন্ধ্র কেশরি
➲ 9. জয়নুল আবেদিন – এর পরিচিত নাম কি ছিল ?
Ans : কাশ্মীরের আকবর
➲ 10. ভগৎ সিং – এর পরিচিত নাম কি ছিল ?
Ans : শহিদ-এ-আজম