Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৭০
✐ 1. উমানন্দ দেবালয় মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : অসম
✐ 2. বরাহা লক্ষ্মী নরসিংহ মন্দির মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : অন্ধ্রপ্রদেশ
✐ 3. শ্রী ব্রমরম্ভা মল্লিকার্জুন মন্দির মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : অন্ধ্রপ্রদেশ
✐ 4. দ্বারকাধীশ মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : গুজরাট
✐ 5. মুণ্ডেশ্বরী দেবী মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : বিহার
✐ 6. ভোরামদেব মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : ছত্তিশগড়
✐ 7. জ্বালামুখী দেবী মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : হিমাচল প্রদেশ
✐ 8. বৈদ্যনাথ মন্দির মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : ঝাড়খন্ড
✐ 9. বীরূপাক্ষ মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : কর্ণাটক
✐ 10. পদ্মনাভস্বামী মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : কেরল