Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৭৩

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৭৩




✍ 1. পশ্চিমবঙ্গে কত গুলি গ্রামীণ ব্যাংক রয়েছে ? 
Ans : 3 টি 

✍ 2. কোন কমিটির সুপারিশে আঞ্চলিক গ্রামীন ব্যাংক স্থাপিত হয় ? 
Ans : এম নরসিংহম কমিটি 

✍ 3. আঞ্চলিক গ্রামীন ব্যাংক কর নিয়ন্ত্রণ করে কোন সংস্থা ? 
Ans : NABARD 

✍ 4. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার জাতীয়করণ হয় কোন সালে ? 
Ans : 1955 

✍ 5. কোন সালে ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (IFCI) প্রতিষ্ঠা করা হয়েছিল ? 
Ans : 1948

✍ 6. NABARD গঠিত হয় কোন কমিটির সুপারিশে ? 
Ans : বি শিবরামণ কমিটি 

✍ 7. কোন সালে MUDRA ব্যাংক প্রতিষ্ঠা করা হয় ? 
Ans : 2015 

✍ 8. EXIM ব্যাংক কোন সালে প্রতিষ্ঠা করা হয় ? 
Ans : 1982

✍ 9. ন্যাশনাল হাউসিং ব্যাংক (NHB) কোন সালে প্রতিষ্ঠা লাভ করে ? 
Ans : 1988 

✍ 10. কোন কমিটির অনুমোদনে ক্ষুদ্র ফাইন্যান্স ব্যাঙ্ক ও পেমেন্টস ব্যাংক তৈরি হয় ? 
Ans : নচিকেত মুর কমিটি





Leave a comment