Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৭৫

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৭৫


Bengali GK Guide



✪ 1. গৌতম বুদ্ধের জীবনের নির্বাণ ঘটনাটির প্রতীক কি ছিল ? 
Ans : বোধিবৃক্ষ 

✪ 2. গৌতম বুদ্ধের জীবনের মহাভিনিষ্কমন ঘটনাটির প্রতীক কি ছিল ? 
Ans : ঘোড়া 

✪ 3. গৌতম বুদ্ধ কোন সালে জন্মগ্রহণ করেন ? 
Ans : 563 খ্রিস্টপূর্ব 

✪ 4. কোন বৌদ্ধ ধর্মগ্রন্থ কে ‘বুক অফ ডিসিপ্লিন’ বলা হয় ? 
Ans : বিনয় পিটক 

✪ 5. ত্রিপিটক কোন ভাষায় রচিত হয়েছিল ? 
Ans : পালি ভাষা 

✪ 6. খন্ডক কোন বৌদ্ধ ধর্মগ্রন্থের দ্বিতীয় ভাগ ? 
Ans : বিনয় পিটক 

✪ 7. অশ্বঘোষ কোন রাজার সমসাময়িক ছিলেন ? 
Ans : মহারাজ কনিষ্ক 

✪ 8. কাদম্ব রাজবংশ কোন ভাষায় রাজ্য শাসন করতেন ? 
Ans : কন্নড় 

✪ 9. অর্থশাস্ত্রে মোট কত গুলি অধ্যায় রয়েছে ? 
Ans : 180 টি 

✪ 10. প্রত্নতাত্ত্বিক জেমস প্রিন্সেপ কোন সালে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন ? 
Ans : 1837 সালে




Leave a comment