Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৭৯
☞ 1. মাইটোকন্ড্রিয়ার অন্ত:পর্দাটি অসংখ্য ভাঁজ বিশিষ্ট হয় যেটিকে বলে ?
Ans : ক্রিস্টি
☞ 2. উদ্ভিদ কোশের গলগি বডি কে কি বলা হয় ?
Ans : ডিকটিওজোম
☞ 3. কোশের কেন্দ্রীয় দানাদার সাইটোপ্লাজমকে কি বলা হয় ?
Ans : এন্ডোপ্লাজম
☞ 4. সিঙ্গার ও নিকলসন তরল মোজাইক মডেল দ্বারা কোনটির গঠন বর্ণনা করেন ?
Ans : কোশপর্দা
☞ 5. কোশ গহবর বিন্যস্ত সাইটোপ্লাজম কে কি বলা হয় ?
Ans : টোনোপ্লাজম
☞ 6. লাল বর্ণযুক্ত, ফল ও বীজের বিস্তারে সাহায্য করে কোন ধরণের প্লাস্টিড ?
Ans : রোডোপ্লাস্ট
☞ 7. প্রোটিনজাতীয় খাদ্য সঞ্চিত থাকে কোন ধরণের প্লাস্টিডে ?
Ans : অ্যালিউরোপ্লাস্ট
☞ 8. সবচেয়ে বড় এককোশী উদ্ভিদকোশ কোনটি ?
Ans : অ্যাসিটাবুলারিয়া নামক শৈবাল
☞ 9. কোন অঙ্গানু কে কোশের প্রোটিন তৈরির কারখানা বলা হয় ?
Ans : রাইবোজোম
10. ইউক্যারিওটিক কোশের রাইবোজোম কেমন প্রকৃতির হয় ?
Ans : 80S প্রকৃতির