Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৬০
⧉ 1. মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি (MSS) নামক গোয়েন্দা সংস্থাটি কোন দেশের ?
Ans : চীন
⧉ 2. মিনিস্ট্রি অফ ইন্টেলিজেন্স এন্ড সিকিউরিটি (MOIS) নামক গোয়েন্দা সংস্থাটি কোন দেশের ?
Ans : ইরান
⧉ 3. জেনারেল ডিরেক্টরেট ফর ইন্টারনাল সিকিউরিটি (DGSI) নামক গোয়েন্দা সংস্থাটি কোন দেশের ?
Ans : ফ্রান্স
⧉ 4. ডিফেন্স ইন্টেলিজেন্স ডিভিশন (DID) নামক গোয়েন্দা সংস্থাটি কোন দেশের ?
Ans : জাপান
⧉ 5. লালাভ 433 নামক নামক গোয়েন্দা সংস্থাটি কোন দেশের ?
Ans : ইজরায়েল
⧉ 6. আল মুখাবারাট আল আম্মাহ নামক গোয়েন্দা সংস্থাটি কোন দেশের ?
Ans : সৌদি আরব
⧉ 7. দ্য সিকিউরিটি সার্ভিস (MI5) নামক গোয়েন্দা সংস্থাটি কোন দেশের ?
Ans : যুক্তরাজ্য
⧉ 8. ইন্টেলিজেন্স ব্যুরো (IB) নামক গোয়েন্দা সংস্থাটি কোন দেশের ?
Ans : ভারত
⧉ 9. ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (FIA) নামক গোয়েন্দা সংস্থাটি কোন দেশের ?
Ans : পাকিস্তান
⧉ 10. সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (CIA) নামক গোয়েন্দা সংস্থাটি কোন দেশের ?
Ans : মার্কিন যুক্তরাষ্ট্র