Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৫৪

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৫৪




◒ 1. পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ টি হলো ? 
Ans : সৌদি আরব 

◒ 2. পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি ? 
Ans : বৈকাল হ্রদ 

◒ 3. পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি ? 
Ans : প্রশান্ত মহাসাগর 

◒ 4. পৃথিবীর উচ্চতম অট্টালিকা টি হলো ? 
Ans : বুর্জ খলিফা 

◒ 5. পৃথিবীর বৃহত্তম প্রাসাদ ভ্যাটিকান কোন দেশে অবস্থিত ? 
Ans : ইতালি 

◒ 6. পৃথিবীর বৃহত্তম অন্তর্দেশীয় সাগর টি হলো ? 
Ans : ভূমধ্যসাগর 

◒ 7. পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি ওজোস ডেল স্যালাডো কোন দেশে অবস্থিত ? 
Ans : চিলি 

◒ 8. পৃথিবীর বৃহত্তম জলের ওপর নির্মিত ব্রিজ লেক পন্টচারট্রেন কসওয়ে কোন দেশে অবস্থিত ? 
Ans : মার্কিন যুক্তরাষ্ট্র

◒ 9. পৃথিবীর বৃহত্তম পাঠাগার লাইব্রেরি অব কংগ্রেস কোন দেশে অবস্থিত ? 
Ans : মার্কিন যুক্তরাষ্ট্র 

◒ 10. পৃথিবীর বৃহত্তম রেলওয়ে প্লাটফর্ম গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল কোন দেশে অবস্থিত ? 
Ans : মার্কিন যুক্তরাষ্ট্র








Leave a comment