Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৫৭
❐ 1. প্রথম বাঙালি পুরুষ যিনি এভারেস্ট জয় করেছিলেন তিনি হলেন ?
Ans : সত্যব্রত দাম
❐ 2. প্রথম বাঙালি মহিলা যিনি এভারেস্ট জয় করেছিলেন তিনি হলেন ?
: শিপ্রা মজুমদার
❐ 3. ভারতের প্রথম মহিলা যিনি এভারেস্ট জয় করেছিলেন তিনি হলেন ?
Ans : বাচেন্দ্রি পাল
❐ 4. কাশ্মীর উপত্যকা কোন কোন পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত ?
Ans : পীরপাঞ্জাল ও জাস্কার
❐ 5. মাকালু কে কোন হিমালয়ের অংশ হিসেবে ধরা হয় ?
Ans : মধ্য হিমালয়
❐ 6. শিবালিক পর্বতশ্রেণী কে কোন হিমালয়ের অংশ হিসেবে ধরা হয় ?
Ans : পূর্ব হিমালয়
❐ 7. পীরপাঞ্জাল পর্বতশ্রেণী কে হিমালয়ের অংশ হিসেবে ধরা হয় ?
Ans : পশ্চিম হিমালয়
❐ 8. কুলু উপত্যকা কোন নদীর উপর দেখা যায় ?
Ans : ইরাবতী নদী
❐ 9. জাস্কার পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গটি হলো ?
Ans : লিও পারগেল
❐ 10. শিবালিক পর্বতশ্রেণী কোন রাজ্যে ‘ধ্যাং’, ‘ধনুধা’ পর্বতশ্রেণী নামে পরিচিত ?
Ans : উত্তরাখন্ড