Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৪০

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৪০




✎ 1. সংবিধানের DPSP এর ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে ? 
Ans : আয়ারল্যান্ড 

✎ 2. ভারতের প্রথম আইন অমান্য আন্দোলন কোনটি ছিল ? 
Ans : চম্পারণ সত্যাগ্রহ 

✎ 3. 2011 জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব কত ? 
Ans : প্রতি বর্গকিমি তে 382 জন 

✎ 4. ‘Red Shirts’ আন্দোলন কে শুরু করেছিলেন ? 
Ans : খান আব্দুল গফফর খান 

✎ 5. এমোনিয়া তে অবস্থিত নাইট্রোজেন ও হাইড্রোজেনের ভরের অনুপাত হলো ? 
Ans : 14 : 3 

✎ 6. হায়দার আলী কোথাকার শাসক ছিলেন ? 
Ans : মাইশোর 

✎ 7. ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় কোন অংশ টি কে ? 
Ans : মৌলিক অধিকার 

✎ 8. কোন উদ্ভিদ কে Green Gold বলা হয় ? 
Ans : বাঁশ 

✎ 9. 1948 সালে ‘Early Indus Civilisation’ বই টি কে লিখেছিলেন ? 
Ans : Ernest Mackay

✎ 10. Raut Nacha উপজাতি নৃত্য টি কোন রাজ্যে দেখা যায় ? 
Ans : ছত্তিশগড়






Leave a comment