Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৪৩
➲ 1. কানপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : গঙ্গা নদী
➲ 2. জব্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : নর্মদা নদী
➲ 3. কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : চম্বল নদী
➲ 4. লাখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : গোমতী নদী
➲ 5. মথুরা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : যমুনা নদী
➲ 6. উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : শিপ্রা নদী
➲ 7. বারাণসী শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : গঙ্গা নদী
➲ 8. গৌহাটি শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : ব্রহ্মপুত্র নদী
➲ 9. দিল্লী শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : যমুনা নদী
➲ 10. বদ্রিনাথ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : অলকানন্দা নদী