Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৪৭
✦ 1. সাত-এল-আরব সীমারেখা টি কোন দেশের মধ্যে অবস্থিত ?
Ans : ইরাক ও ইরান
✦ 2. কার্জন লাইন কোন দুই দেশের মধ্যে অবস্থিত ?
Ans : পোল্যান্ড ও রাশিয়া
✦ 3. সমব্রেরো চ্যানেল কোথায় অবস্থিত ?
Ans : আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
✦ 4. বেজিং এর পূর্ব নাম কি ছিল ?
Ans : পিকিং
✦ 5. মেক্সিকোর পূর্ব নাম কি ছিল ?
Ans : নিউ স্পেন
✦ 6. জাকার্তার পূর্ব নাম কি ছিল ?
Ans : বাটাভিয়া
✦ 7. রাজস্থান রাজ্যের পূর্ব নাম কি ছিল ?
Ans : রাজপুতানা
✦ 8. এলিসি প্যালেস কোন দেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন ?
Ans : ফ্রান্স
✦ 9. 183 ফুট উঁচু লিনিং টাওয়ার কোথায় অবস্থিত ?
Ans : ইতালির পিসাতে
✦ 10. পেট্রোনাস টাওয়ার কোথায় অবস্থিত ?
Ans : মালয়েশিয়ার কুয়ালালামপুরে