Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৪৮

  Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৪৮ 


Bengali GK Guide


✿ 1. কাশ্মীরের পূর্বনাম কি ছিল ? 
Ans : কাশ্যপ

✿ 2. মুঙ্গের এর পূর্বনাম কি ছিল ? 
Ans : মন্দাগিরি 

✿ 3. তিরুবনন্তপুরম এর পূর্বনাম কি ছিল ? 
Ans : ত্রিবান্দ্রম

✿ 4. জয়পুর এর পূর্বনাম কি ছিল ? 
Ans : মৎস্য 

✿ 5. দৌলতাবাদ এর পূর্বনাম কি ছিল ? 
Ans : দেবগিরি 

✿ 6. রাজগির এর পূর্বনাম কি ছিল ? 
Ans : রাজগৃহ

✿ 7. ডিগবয় পূর্বনাম কি ছিল ? 
Ans : বরবিল 

✿ 8. তমলুক এর পূর্বনাম কি ছিল ? 
Ans : তাম্রলিপ্ত 

✿ 9. বাঁকুড়া এর পূর্বনাম কি ছিল ? 
Ans : মল্লভূমি 

✿ 10. মালদহ এর পূর্ব
নাম কি ছিল ? 
Ans : লক্ষণাবতী


Leave a comment