Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৩০

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৩০




⦿ 1. ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন ? 
Ans : প্রণব মুখোপাধ্যায়

⦿ 2. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন ? 
Ans : প্রতিভা দেবী সিং পাটিল 

⦿ 3. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন ? 
Ans : ড: জাকির হোসেন 

⦿ 4. কোশের নিউক্লিয়াস এবং কোশ পর্দার মধ্যে অবস্থিত জেলি সদৃশ পদার্থটি হল ? 
Ans : সাইটোপ্লাজম

⦿ 5. ব্রিটিশরা কোন সালে ইনল্যান্ড ইমিগ্রেশন এক্ট জারি করে ? 
Ans : 1859 

⦿ 6. সর্ব শিক্ষা মিশনের অধীনে কত থেকে কত বছর বয়সের শিশুদের শিক্ষার কথা বলা হয়েছে ? 
Ans : 6 – 14 বছর 

⦿ 7. ‘Political freedom is the life breath of a mation’ – উক্তিটি কার ? 
Ans : অরবিন্দ ঘোষ 

⦿ 8. ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া ভারতের কোথায় অবস্থিত ? 
Ans : দেরাদুন 

⦿ 9. ইউরোপে ইউরো মুদ্রাকে কোন সাল থেকে গ্রহণ করা হয় ? 
Ans : 1999 

⦿ 10. হলদিঘাটের যুদ্ধ কত সালে সংঘটিত হয় ? 
Ans : 1576




Leave a comment