Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৫৩২
➥ 1. সভা ও সমিতি কোন যুগের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ছিল ?
Ans : ঋকবেদ যুগের
➥ 2. কোন বিখ্যাত শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন ?
Ans : বিম্বিসার
➥ 3. সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল ?
Ans : লোথাল
➥ 4. ভারতের ইতিহাসে ‘কুনিক’ নামে কি বিখ্যাত ছিলেন ?
Ans : অজাতশত্রু
➥ 5. কোন মগধ শাসক ‘সেনিয়া’ নামে পরিচিত ছিলেন ?
Ans : বিম্বিসার
➥ 6. কোন নদীর তীরে আলেকজান্ডারের সাথে পুরুশের যুদ্ধ ঘটে ?
Ans : ঝিলাম
➥ 7. 1665 সালে শিবাজী কার সাথে পুরন্দরের চুক্তি স্বাক্ষর করেন ?
Ans : জয় সিং
➥ 8. প্রতিবছর স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় ?
Ans : 7 এপ্রিল
➥ 9. বাঞ্ছারামের বাগান – নাটকটির রচয়িতা কে ?
Ans : উৎপল দত্ত
➥ 10. গৃহপালিত কোন প্রাণীর শরীরে রুমিনেন্ট পাকস্থলী দেখতে পাওয়া যায় ?
Ans : গরু